রেডিও না শুনলে মহালয়া তাদের কাছে অসম্পূর্ণ, শোনালেন হলদিয়ার বাসুদেরপুরের বাসিন্দা সুকুমার রানা।

0
348

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:–রাত পোহালেই মহালয়া, আর মহালয়া মানেই রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্ত্রোত্রপাঠ না শুনলে বাঙালির কাছে মহালয়াটা যেন অসম্পূর্ণ মনে হয়।বর্তমান আধুনিক সময়ে টিভি, মোবাইলে যতই আধুনিক প্রযুক্তিতে মহালয়া দেখিনা কেন, রেডিওতে সেই পুরানো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই চন্ডীপাঠ বাঙালির কাছে যেন এক নস্টালজিয়া। তাই ভোর থেকেই বাড়িতে বাড়িতে সেই স্তত্রপাঠ,আগমনী গান না শুনলে পুরোটাই যেন অসম্পূর্ণ মনে হয়। তবে এটাও ঠিক অত্যাধুনিক যুগে রেডিও বাড়িতে তেমন একটা চলা বন্ধ হয়ে গেছে। তাই বাড়ির এককোনো স্থায়ী ঠিকানা হয়ে যায় রেডিওর। সেখানেই ধুলো ঝুলে পরিপূর্ণ হয়ে যায়।তাই মহালয়া এলেই শুরু হয়ে যায় ঝাড়পোঁছ। কারোর খারাপ থাকলেও দোকান থেকে সারিয়ে মহালয়ার আগের দিনের মধ্যে প্রস্তুত করে রাখেন।কারন যাতেকরে ভোরে অল ইন্ডিয়া রেডিওতে শুনতে হবে সেই সুপরিচিত মহালয়া।সেই ছবি ধরা পড়লো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায়। শোনালেন সেই রেডিও না শুনলে মহালয়া যে তাদের কাছে অসম্পূর্ণ তাই শোনালেন হলদিয়ার বাসুদেরপুরের বাসিন্দা সুকুমার রানা।