নদীয়া সাহিত্য ও সংষ্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হলো রানাঘাট নজরুল মঞ্চে।

0
465

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া সাহিত্য ও সংষ্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হলো রানাঘাট নজরুল মঞ্চে। নদিয়ার বাংলা পত্রিকার 20 বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলন ।শতধিক লেখক ও শিল্পীরা কবিতা পাঠ ও বিভিন্ন সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।উপস্থিত ছিলেন বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় ,পৌরপতি কোষলদেব বন্দ্যোপাধ্যায় , উপপৌরপতি আনন্দ দে ,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ,প্রধান শিক্ষক ,শিক্ষিকা বৃন্দ কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক কিংশুক প্রামানিক সহ বিশিষ্টজন ।