শত বর্ষ পালনে বাঁকুড়ার তিলুড়ী কৃপাময়ী উচ্চ বিদ্যালয়।

0
194

সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার শিক্ষা ও সংস্কৃতির প্রাণ কেন্দ্র তিলুড়ী।

এখানে র তিলুড়ী কৃপাময়ী উচ্চ বিদ্যালয় ১৯১৬ সালে প্রতিষ্ঠিত।
বহু প্রথিতযশা শিক্ষক এখানে শিক্ষা দান করেছেন।
বর্তমানে এই বিদ্যালয়ের বহু প্রাক্তন ছাত্র ছাত্রী দেশ, বিদেশে সন্মানের সাথে কর্মরত।

সেই মহান বিদ্যালয়ের শত বর্ষ পালিত হচ্ছে ২৬ এবং ২৭ সেপ্টেম্বর নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে।

সোম বার সকালে এক বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে এর সূচনা হয়
মনীষী বিদ্যাসাগরের মূর্তিতে মাল্য দান করে।

এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মঞ্চের অনুষ্ঠানের সূচনা হয়।

বিশিষ্ট ব্যক্তি বর্গ হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্য প্রতি মন্ত্রী শ্রীমতী জ্যোৎস্না মান্ডি, কেন্দ্রীয় শিক্ষা প্রতি মন্ত্রী সুভাষ সরকার, মহারাজ ভাস্করানন্দ জি, শালতোড়ার বিডিও মানস কুমার গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি,শালতোড়া থানার ওসি বিন্দেশ্বর গরাই , বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক , ছাত্র ছাত্রী, সাহিত্যিক অমর মিত্র, মৃদুল দাশগুপ্ত এবং অসংখ্য গুণী মানুষজন।

সঙ্গীত ,নৃত্য ,আবৃত্তি, আদিবাসী নৃত্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রী রা তুলে ধরে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাহিত্য পত্রিকা অর্ঘ কুসুম প্রকাশিত হয় সাহিত্যিক অমর মিত্র, মৃদুল দাশগুপ্তের হাত দিয়ে।