পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ ঘিরে অন্তরদন্ত তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে।

0
311

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ইতিমধ্যেই বর্ধমান পৌরসভা তরফে বেআইনি নির্মাণ ঘিরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু এক অন্য চিত্র দেখা গেল বর্ধমান শহরের তিন নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকায়। পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ ঘিরে অন্তরদন্ত তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে। অভিযোগকারী গোষ্ঠীর তৃণমূল কর্মী বলেন, রশিকপুর এলাকায় টিডিগড় নামে একটি পুকুর আছে। সেই পুকুরটি বুঝিয়ে বেশ কিছু বছর ধরে কিছু অসাধু ব্যক্তি বেআইনি নির্মাণ করে যাচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ধরো জল ভরো প্রকল্প ও সজল ধারা প্রকল্পের কথা বলছেন সেখানে পুকুর বুঝিয়ে এরকম বেআইনি নির্মাণ আমরা এলাকাবাসী হিসাবে এবং তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে মেনে নিতে পারছি না। যিনি এই কাজটি করছেন তার নাম শেখ শমসের ওরফে সাহেব। আমাদের কাছে সমস্ত কিছু কাগজপত্র আছে এবং এই সমস্ত কাগজপত্র বর্ধমান থানার আইসি এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান এর কাছে জমা দেব।

যার বিরুদ্ধে এই অভিযোগ শেখ শামসের তিনি জানান, আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে কোথাও পুকুর ভরাট করে বাড়ি হচ্ছে না কে এই অভিযোগ করেছে সেটা আমার জানা নেই। আমি পৌরসভায় বাড়ির জন্য ২০১৮ এবং ১৯ সালে আবেদন করেছিলাম সেই আবেদনের ভিত্তিতেই আমি এই বাড়ি করছি। পৌরসভা থেকে এখনো টাকা আমাকে দেওয়া হয়নি বাড়ি করার জন্য আমি লোন নিয়ে এই দু কামরা বাড়ি করছি। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসাতে আমাকে হেনস্তা করা হচ্ছে যেহেতু আমি এই তিন নম্বর ওয়ার্ডের যুব সভাপতি ছিলাম। এখন আমাদের দলের মধ্যেই মানুষ তাদের হিংসা চরিতার্থ করছে। আমি চাই সুষ্ঠুভাবে আমার বাড়ি হোক কোন ঝামেলায় আমি যেতে চাইছি না। পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ ঘিরে যথেষ্ট শোরগোল পড়েছে বর্ধমান শহরের তিন নাম্বার ওয়ার্ডে।