সপ্তমীতে বিশেষ খাবার বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার।

0
374

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পুজোর আনন্দে মাতোয়ারা সবাই।কমবেশি সকলেই পুজোর সময় ভালো খাবার খেতে অভ্যস্ত। কিন্তু শহরের রিক্সা চালক,ভ্যান চালক মানসিক ভারসাম্যহীন ভবঘরেরা সেই আমেজ থেকে বঞ্চিত।তাদের কথা ভেবেই প্রতি বছর সপ্তমীর সকালে এগিয়ে আসেন মালদহের বিখ্যাত সমাজসেবী উৎপল গুহ বিশ্বাস। জলপাইগুড়ি শহরের স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীন জলপাইগুড়ি-র মাধ্যমে প্রতি বছর আয়োজন করেন খাবার বিতরণের কর্মসূচি।আজ গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে উৎপল গুহ বিশ্বাস বাবু ওদের হাতে তুলে দিলেন ফ্রাই রাইস, চিকেন ও জলের বোতল।আলাদা সাধের খাবার পেয়ে খুশি রিক্সা চালক, ভ্যান চালক,ভবঘুরেরা।খাবারের প্যাকেট পাওয়া থেকে বঞ্চিত হয়নি কর্তব্যরত পুলিশ কর্মী,টোটো চালকরাও। সংস্থার পক্ষ থেকে তাদের হাতেও তুলে দেওয়া হয় ফ্রাই রাইস, চিকেন ও জলের বোতল।
গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস জানান, প্রতি বছরের মতো এবারও আমরা উৎপল গুহ বিশ্বাস দাদার অর্থ সাহায্যে শহরের দুই শতাধিক রিক্সা চালক, ভ্যান চালক, মানসিক ভারসাম্যহীন ভবঘুরে, পুলিশ কর্মী,টোটো চালকদের হাতে খাবার তুলে দিয়েছি। এছাড়াও রাজবাড়ী পাড়া নীচমাঠ এলাকার দুঃস্থ মানুষদের হাতেও পুজোর বিশেষ খাবারের প্যাকেট তুলে দেওয়া হবে।পুজো সকলের ভালো কাটুক,এটাই প্রার্থনা।।