বিশ্ব নবী দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা।

0
411

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিতে বিগত ২১ বছর ধরে বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর মখ্দুম আশরফ সমিতি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কখনও রক্তদান শিবির, কখনও স্বাস্থ্য শিবির, আবার কখনও বৃক্ষরোপণ কর্মসূচি। তাই আগামী ৯ অক্টোবর বিশ্ব নবী দিবস উপলক্ষে ইসলামপুর মখ্দুম আশরফ সমিতির উদ্যোগে আজ ইসলামপুরের বোলতলা শেডে কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হল। এদিন দুবরাজপুর ও ইসলামপুরের শতাধিক কচিকাঁচারা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। অঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল পরিবেশ ভাবনা। তিনটি বিভাগে এই প্রতিযোগিতা হয়। তিনটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হল মখ্দুম আশরফ সমিতির পক্ষ থেকে। এই সমিতির কর্মকর্তা আসিফ আহ্ম্মদ জানান, এখনকার কচিকাঁচারা মোবাইলের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। খেলাধূলা বা আঁকা আঁকির দিকে মন সেরকম নাই। তাই তাদের উৎসাহিত করতে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন।