আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার জয়রামবাটীতে মা সারদার পবিত্র জন্মস্থানে মাতৃমন্দিরে শুরু হল কুমারী পুজো
রীতি মেনে মা সারদার পবিত্র জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটীর মাতৃমন্দিরে শুরু হল কুমারী পুজো। দীর্ঘদিনের রীতি অনুসরণ করে বেলুড় মঠের নিয়ম কানুন মেনে মা সারদার পরিবারের পাঁচ বছর বয়সী কুমারী
শুভাঙ্কি মুখার্জীকে দেবী রুপে সাজিয়ে পুজো করেন মাতৃমন্দিরের মহারাজরা। মা সারদার পবিত্র জন্মভিটেতে অষ্টমীর সকালে এই কুমারী পুজো দেখতে দূর দূরান্তের মানুষ ভিড় জমান মাতৃ মন্দির চত্বরে।