সিঁদুর খেলার সময় লালপেড়ে সাদা শাড়ি মর্ডানের যুগে হারিয়ে যেতে বসেছে, মন্তব্য পুরোহিতের।

0
235

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ দশমী। দশমীর ঘট বিসর্জনের পর দুর্গাকে শ্বশুরবাড়ি ফিরে যেতে হবে।তার আগে মাকে বরণ করা হয়। বিবাহিত মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠে।আর প্রতিমা বরণের সময় সেই আদিকাল থেকেই লালপেড়ে সাদা শাড়িতে সেজে আসছেন মহিলারা। সেই আদিকালের রীতি আসতে আসতে হারিয়ে যেতে বসেছে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর সার্বজনীন দুর্গোৎসবে সেই চিত্র উঠে এল আমাদের সাংবাদিক আবদুল হাই এর ক্যামারায়। মহিলাদের লালপেড়ে সাদা শাড়ি পড়েননি কেন প্রশ্ন করতেই ক্যামেরার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। কেউ কেউ কোন উত্তর দিতে পারলো না।এ বিষয়ে পুরোহিতকে প্রশ্ন করা হলে পুরোহিত বলেন, যুগ মর্ডান হয়েছে।তাই আসতে আসতে লালপেড়ে সাদা শাড়ি উঠে যাচ্ছে।যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে।