খড়্গপুরে দশেরা উৎসব কমিটির পরিচালনায় রাবণ পোড়া উৎসব নিউ সেটেলমেন্ট এলাকার রাবণ পোড়া ময়দানে।

0
392

খড়্গপুর, নিজস্ব সংবাদদাতাদের :1925 সাল থেকে শুরু হওয়া রাবনপোড়া উৎসব 98 বছরে পদার্পণ করল প্রতি বছর দশেরা উৎসব কমিটির উদ্যোগে এই উৎসব পালিত হয় এ বছরের রাবনের উচ্চতা 50 ফুট এবং এই রাবন বানাতে খরচ হয়েছে 2 লক্ষ 60 হাজার টাকা। খড়গপুরের রাবনপোড়া ময়দানে রাবনপোড়া উৎসব এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রাণী ও রাজ্যের অন্যতম মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সঙ্গে উপস্থিত ছিলেন দশেরা উৎসব কমিটির সভাপতি প্রদীপ সরকার এছাড়াও উপস্থিত পিংলা বিধায়ক অজিত মাইতি, খড়গপুরের বিধায়ক দিনেন রায়, জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, মহকুমা শাসক দিলীপ মিশ্রা ও অন্যান্য বিশিষ্ট অতিথি বৃন্দ।