অন ডিউটি অবস্থায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের।

0
147

আবদুল হাই, বাঁকুড়াঃ কর্তব্যরত অবস্থায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হওয়া এক সিভিক ভলেন্টিয়ার এর মর্মান্তিক মৃত্যু হল আজ।ঘটনার জয়পুর ব্লকের চাদরা এলাকার। ডিউটি সেড়ে বাইকে চেপে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হন ওই সেভিক ভলেন্টিয়ার তাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার পর অবস্থার অবনতি দেখে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল আজ সকালে ওই সিভিক ভলেন্টিয়ার মারা যান ।সিভিক ভলেন্টিয়ার সৌমেন নেম বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর।বাড়ি চাদরা গ্রামে। জানা যায় জয়পুরের দিকে কোন এক জায়গায় ডিউটি সেড়ে বাইকে করে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় পড়ে যান ওই ব্যক্তি তিনি গুরুতর আহত হন তাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে অবস্থা অবনতি হলে স্থানান্তরিত করে অন্যত্র জানা যায়, সূত্র মারফত জানা যায় কলকাতার কোন এক হসপিটালে ভর্তি ছিলেন ।আজ সকালে খবর আছে তিনি আর নেই আর এই খবর পাওয়া মাত্রই জয়পুর থানায় নেমে আসে শোকের ছায়া শুধু থানায় নয় গ্রামেও নেমে আসে শোকের ছায়া। বাড়িতে পাঁচ বছরের মেয়ে রয়েছে। অকালে সকলকে ছেড়ে কি হলো কি চলে যাওয়ায় কান্নায় ফেটে পড়লেন স্ত্রী কন্যা থেকে শুরু করে বাবা-মা সকলে। আজ রাত্রে তার নিথর দেহ বাড়িতে আসা মাত্রই অগণিত মানুষের ভিড় জমায় সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে। আজ তার বাড়িতে সমবেদনা ও তার নিথর দেহটিকে পুষ্প মালা ও স্যালুট জানিয়ে তাকে বিদায় জানালেন জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ন পাল। ও জয়পুর থানার এসআই আশীষ কুমার সেন সহ একাধিক আধিকারিক থেকে শুরু করে সহকর্মী সকলে তাকে ফুল মালা ও স্যালুট জানিয়ে কাঁধে চাপিয়ে তার মরদেহ শ্মশানে নিয়ে যায় ও শেষ বিদায় জানান।