দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সারা বিশ্বে আজ পালিত হচ্ছে বিশ্ব নবী দিবস। আজ প্রিয় নবী হজরত মহম্মদের জন্মদিন। তাই এই দিনটিকে বলা হয় ঈদ মিলাদুন নবী। করোনা অতিমারীর জন্য বিগত দু’বছর ধরে জাঁকজমক ভাবে করা হইনি। এবছর করোনা নিম্নমুখী হওয়ায় জাঁকজমক ভাবে পালন করা হচ্ছে দিনটি। আজ বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুরে পালন করা হল বিশ্ব নবী দিবস। এদিন ইসলামপুরের সদর মসজিদ থেকে শুরু করে ইসলামপুরের ফকির বাবার ময়দান পর্যন্ত শোভাযাত্রা করে ইসলামিক নাত পড়তে পড়তে সেখানে পৌঁছয়। এদিন উপস্থিত ছিলেন পীরে তরিকত হজরত আল্লামা মৌলানা সৈয়দ আজিমুদ্দিন নঈমী, হজরত নিজাম উদ্দিন নঈমী, হজরত ফহিম উদ্দিন নঈমী, হজরত সাহাব উদ্দিন নঈমী সহ ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। এদিন হাফিজ নুরুল আবসার জানান, প্রতি বছরের মত এবারেও আমরা বিশ্ব নবী দিবস পালন করছি এখানে। কিন্তু দুবছর ধরে করোনা অতিমারীর জন্য আমরা জাঁকজমক ভাবে পালন করতে পারিনি। তবে এবছরে অনেক দুবরাজপুর শহর পরিক্রমা করা হল। পাশাপাশি শোভাযাত্রা করে আমরা ফকির বাবার ময়দানে ফাতেহার আয়োজন করেছি। তাছাড়াও যে সমস্ত পাড়া খুব ভালো সাজিয়েছে তাঁদের পুরস্কৃত করা হয়। আমরা গোটা বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা দিতে চাই।