লক্ষ্মীপুজো উপলক্ষে পুজো শেষে মা লক্ষ্মীর পাঁচালি পড়তে দেখা যাচ্ছে গৃহিণীদের।

0
441

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এসো মা লক্ষ্মী বসো ঘরে। রবিবার সকাল থেকেই ঘরে ঘরে শুরু হয়ে গেছে এই আবেদন।
কোজাগরী লক্ষ্মী দেবীর আরাধনায় মেতে উঠেছেন গৃহিনী‌রা। জলপাইগুড়িতেও ঘরে ঘরে শুরু হয়ে গেছে লক্ষ্মীপুজো।

রবিবার সকাল থেকে‌ই লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছে‌ন শহর থেকে শুরু করে গ্রাম বাংলার মানুষ। পূর্ণিমা ও তিথি অনুযায়ী এবার পুজো হবে রাত আড়াই‌টা পর্যন্ত। লক্ষ্মীপুজো মানেই নাড়ু, মোয়া, মুড়কি তৈরির তোড়জোড় সর্বত্র।
যদিও এখন বাজারে সব কিছুই রেডিমেড পাওয়া যাচ্ছে। লক্ষ্মীপুজো উপলক্ষে পুজো শেষে মা লক্ষ্মীর পাঁচালি পড়তে দেখা যাচ্ছে গৃহিণীদের। এদিকে পুরোহিতদের ব্যস্ততাও তুঙ্গে রয়েছে। প্রত‍্যেক পুরো‌হিত প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ‌টি বাড়িতে লক্ষ্মীপুজো করেন তারা।