গুলসনে নঈমী গ্রুপের এবারের থিম নৌকার ওপরে মদিনা।

0
321

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আমরা সাধারণত দুর্গা পুজোর সময় বিভিন্ন পুজো মণ্ডপে দেখতে পায় থিমের চমক। এই থিমের টানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন মণ্ডপ সজ্জা দেখতে। কিন্তু এবার দুবরাজপুরের ইসলামপুরে নবী দিবস উপলক্ষে থিমের চমক দেখা গেল। প্রতি বছরের মতো এ বছরও বিশ্ব নবী দিবস উপলক্ষে ইসলামপুর পশ্চিমপাড়ার ৭ নম্বর ওয়ার্ডে গুলসনে নঈমী গ্রুপের পক্ষ থেকে একটি থিম বানানো হয়। সেই থিম নৌকার ওপরে মদিনার গুম্ব্দ। আর চারদিকে নদীর মতো জল রয়েছে। অর্থাৎ আগেকার দিনে আরব সাগর দিয়ে মানুষ জলজাহাজে করে হজ করার উদ্দেশ্যে মক্কা ও মদিনা যেতেন। সেই জলজাহাজের ছিত্র এই থিমের মধ্যে তুলে ধরা হয়েছে। এই থিম বানাতে ২৫ দিনেরও বেশী সময় লেগেছে। কঠোর পরিশ্রম করে এই থিম তৈরি করেছেন শিল্পী সেখ রেমানিক ও সেখ হীরা। তাছাড়াও গুলসনে নঈমী গ্রুপের সদস্যরাও হাত লাগিয়েছেন। বহু দর্শনার্থীরা ছুটে আসছেন এই থিম দেখতে। সদরুল আফাজিল ওয়েলফেয়ার সোসাইটির বিচারে ইসলামপুরে গুলসনে নঈমী গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে।