জয়প্রকাশ নারায়ণ এর জন্মদিন পালন।

0
312

হুগলী, নিজস্ব সংবাদদাতাঃ- J,P, SAMAJBADI MANCHA, ও ,Global Kayastha Conference, দ্বারা আয়োজিত মাহান স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট সমাজবাদী নেতা,জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ মহাশয় এর জন্মদিন পালন অনুষ্ঠান,
স্থান , Hooghly জেলার Tarakeswar এর নিকটে Ballavipur ,(West Bengal)
উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজবাদী নেতা, ও GKC,West Bengal State President Ashoke Das,
অন্যান্য দের মধ্যে,J P, SAMAJBADI MANCHA, র জেলা সভাপতি বিশ্বনাথ পুরোকাইত, কার্তিক বারুই,শ্যামসুন্দর বারুই, সিমি স্বমদ্দার, ঋষী ঘোষাল,স্বপন দাস,সহ বিভিন্ন নেতৃবৃন্দ,
সভায় Loknayak Jayprakash Narayan এর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বক্তব্য ,রাখেন Loknayak অনুগামী সমাজবাদী নেতা Ashoke Das,
সর্বশেষে মিষ্টি দ্রব্য বিতরণ এর মধ্য দিয়ে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করেন বিশিষ্ট সমাজসেবী ইরা দাস,
J,P, SAMAJBADI MANCHA এর পক্ষে State General Secretary,
Raja Sengupta,
West Bengal।