বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করা হলো বিজয়া সম্মেলনের অনুষ্ঠান।

0
237

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শেষ হয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদীয়া।ছোট থেকে বড় আপামর বাঙালি একে অপরকে বিজয় দশমীর শুভেচ্ছা জানাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যজুড়ে করা হচ্ছে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। সেই মর্মে আজ বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করা হলো বিজয়া সম্মেলনের অনুষ্ঠান। আজ এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়া দত্ত। আজ এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকুলি তা গুপ্ত। এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু, বর্ধমান উন্নয়ন সংস্থা চেয়ারপারসন তথা বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকলি তা গুপ্ত, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব। এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।