মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগ ও বামনগোলা থানার সড়যোগিতায় আসন্ন দীপাবলি ও ছট পূজা উপলক্ষে শব্দবাজি নিষিদ্ধ করলেন এক র‍্যালির মধ্যেমে।

0
245

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আর কদিন বাদে আসন্ন কালী পূজা ও ছট পূজা উৎসব। তার আগেই মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগ ও বামনগোলা থানার সড়যোগিতায় আসন্ন দীপাবলি ও ছট পূজা উপলক্ষে শব্দবাজি নিষিদ্ধ করলেন এক র‍্যালির মধ্যেমে এদিন সকালে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে সচেতন মূলক প্রচার চালালেন বামনগোলা পুলিশ প্রশাসন। বামনগোলা থানার পক্ষ থেকে শব্দবাজি না ফাটানোর জন্য এক র‍্যালির মাধ্যমে সচেতন মূলক প্রচার করা হয়। এদিন পাকুয়াহাট ফাঁড়ি থেকে বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী, নেতৃত্বে র‍্যালিবের করা হয়।এই র‍্যালিতে পা মেলাই পুলিশের বিভিন্ন পুলিশ অফিসার সহ সিভিক ভলেন্টিয়ার, এই র‍্যালি গোটা পাকুয়াহাট পরিক্রমা করে শেষ হয় ফাঁড়ির সামনে। শব্দবাজি ফাটানো আইনত দণ্ডনীয় অপরাধ । সেই পরিপ্রেক্ষিতে এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও ফেস্টুন হাতে বড় বড় অক্ষরে লেখা রয়েছে আসন্ন কালীপুজো ও ছট পুজো উপলক্ষে শব্দবাজি ফাটাবেন না শব্দবাজি ফাটানো আইনত অপরাধ। এই ফেস্টুন নিয়ে সাধারণ মানুষকে শব্দবাজি না ফাটানোর জন্য প্রচার করা হয়