টোটোর দৌরাত্মে নাজেহাল বর্ধমান শহরবাসী।

0
295

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরে এখন সাধারণ মানুষের সব থেকে বেশি চিন্তার কারণ হয়েছে টোটো। কারণ বর্ধমান শহরে যত দিন যাচ্ছে সংখ্যাও বাড়ছে দিন দিন। সকালবেলা থেকেই বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় টোটোর দৌরাত্ম্য লক্ষ্য করা যায়। বিশেষ করে বর্ধমান শহরের খোশবাগান, হসপিটাল রোড, রানীগঞ্জ বাজার চৌমাথা, স্টেশন চত্বর, পার্কাস রোডে চলে টোটোর দৌরাত্ম। শহরের বিভিন্ন অংশে এই টোটো এত পরিমান যানজট সৃষ্টি করছে যাতে নাজেহাল হচ্ছে পথ চলতি মানুষ। শুধুমাত্র শহরকেন্দ্রিক টোটো নয় শহর লাগোয়া গ্রাম অঞ্চলের টোটোরাও এখন যানজট সৃষ্টি করছে বর্ধমান শহরে। সেই রকমই এক চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। বর্ধমান শহরের স্টেশন চত্বর। প্রতিনিয়ত প্রচুর সংখ্যক মানুষ বর্ধমান স্টেশনে আসেন। যেখানে দেখা গেল সকালবেলা টোটোর কারণে তৈরি জ্যামে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। যদিও পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, বর্ধমান পৌরসভা ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান শহরের যানজট কমানোর জন্য টোটোর রুট ভাগ করে দিয়েছিলেন। কিন্তু এই রুট মানতে রাজি হননি টোটো চালকরা এবং কিছু সবজান্তা টোটো চালকদের জন্যই আজকে বর্ধমান শহর বারবার যানজটের সম্মুখীন হচ্ছে।