রাজিব ভবনের সামনে প্রতিকি অবস্থান-বিক্ষোভ সামিল হলো জেলা কংগ্রেস।

0
275

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘদিন ধরে টেট উত্তীর্ণ প্রার্থীরা ন্যায্য চাকরির দাবিতে কলকাতায় আন্দোলন করছে। গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন থেকে অবস্থানরত চাকরিপ্রার্থীরা । তাদের ন্যায্য দাবিকে সমর্থন জানিয়ে জলপাইগুড়ি জেলা জাতীয় কংগ্রেসের উদ্যোগে রাজিব ভবনের সামনে প্রতিকি অবস্থান-বিক্ষোভ সামিল হলো জেলা কংগ্রেস।

পাশাপাশি সরকারকে জানান দিতে চান তাদের দাবি যেন অবিলম্বে পূরণ করা হয় । যেহেতু একই দিনে মাল বাজারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই একথা জানান দিতে চাচ্ছেন কংগ্রেস কর্মীরা যে কলকাতায় ধুমধাম করে দুর্গাপূজা কার্নিভাল পালন করার পরে মালবাজারে ঘটনায় নিহত এবং আহত দের পরিবারের পাশে থাকার জন্য নাটক তিনি করছেন তার পর্দা ফাঁস করার জন্যই প্রতিকি অবস্থান বিক্ষোভে তারা শামিল হয়েছেন এমনটাই জানাচ্ছেন জেলা কংগ্রেসের পক্ষ থেকে।

এদিন প্রতিকি অবস্থান-বিক্ষোভ থেকে দুর্নীতিগ্রস্ত সরকার এবং এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা।