জামবনির চিল্কিগড়ে ঝাঁপান উৎসব দেখতে হাজার হাজার মানুষের ভিড়।

0
337

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  মঙ্গলবার আশ্বিন মাসের সংক্রান্তির দিন জঙ্গলমহল জুড়ে বিভিন্ন এলাকায় মনসা পূজা উপলক্ষে ঝাঁপান উৎসবের আয়োজন করা হয়। তাই ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড়ে ঝাঁপান উৎসবের আয়োজন করা হয়েছিল। ঝাঁপান উৎসব দেখতে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে। জ্যান্ত বিষধর সাপ গোটা শরীরে জড়িয়ে ঝাপান উৎসবে নেচে সাপের খেলা ও কসরৎ দেখান কয়েক জন সাপুড়ে। যা দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে। ভিড় সামলাতে হিমশিম খেতে হয়,ঝাঁপান উৎসব কমিটির সদস্যদের। ঐতিহ্য অনুযায়ী প্রতিবছরের ন্যায় এ বছরও ঝাঁপান উৎসবের আয়োজন করা হয়েছিল বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। শুধু জামবনিতে নয়, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বেলিয়া বেড়া, বেলপাহাড়ি , বিনপুর, লালগড় সহ বিভিন্ন এলাকায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার ঝাঁপান উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার ছিল ডাক সংক্রান্তি, তাই আশ্বিন মাসের শেষ দিন ডাক সংক্রান্তি উপলক্ষে জঙ্গলমহলজুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনসা পূজার পাশাপাশি ঝাঁপান উৎসবেরও আয়োজন করা হয়েছে। মনসা পূজা উপলক্ষে বিভিন্ন এলাকায় হাঁস বলি দেওয়ার রেওয়াজও রয়েছে। তাই মঙ্গলবার সকাল থেকেই গ্রামে গ্রামে মনসা পূজার আয়োজনে যেমন গ্রামবাসীরা ব্যস্ত রয়েছেন ,তেমনি ঝাঁপান উৎসব নিয়ে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।