বিক্ষোভরত টেট উত্তীর্ণদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার প্রতিবাদে কোচবিহারে বিক্ষোভ ও পথ অবরোধ বিজেপির।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাতে সল্টলেকে বিক্ষোভরত টেট উত্তীর্ণদের জোরপূর্বক সরিয়ে দেয় বিধাননগর থানার পুলিশ। গোটা ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠে যায় পুলিশের ভূমিকা নিয়ে। চাঞ্চল্য ছড়িয়ে পরে রাজনৈতিক মহলেও। নিন্দায় সরব বিজেপি। সারা রাজ্যের সাথে কোচবিহার শহরের মরাপোড়া এলাকায় পথ অবরোধ করেন বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানে প্রায় ৩০ মিনিট ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এদিন সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলার সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায়, বিজেপির কোচবিহার জেলা সম্পাদিকা মিনতি ঈশোর দাস,বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার নিত্যানন্দ মুন্সী সহ জেলার বিভিন্ন কর্মী সমর্থকরা।

এদিন এবিষয়ে বিজেপির কোচবিহার জেলার সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায় জানান, বারোটার পর যেভাবে পুলিশ ট্রেড উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ছাত্র ভঙ্গ করে দিয়ে তাদেরকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায়। ২০১৪ সালের টেট প্রার্থী রা রাস্তায় বসে যখন আন্দোলন করছে সরকার তখন তাদের চাকরি দিতে না পেরে পুলিশ দিয়ে অত্যাচার করছে। এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে আজকে আমাদের সারা রাজ্যের সাথে সাথে কোচবিহার জেলাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *