হনুমানের আক্রমণের আতঙ্কে ছাত্র ছাত্রী প্রায় শূন্য স্কুলে, কিভাবে সিলেবাস শেষ হবে চিন্তায় সারেঙ্গা কনভার্টেড জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা।

0
352

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সাঁকরাইল থানার অন্তর্গত সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের এলাকার হনুমানের আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসীরা। যখন তখন অতর্কিত হামলা করে কামড়ে এবং আচড়ে নিচ্ছে হনুমান। শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত কাউকে ছাড়ছেনা পাগলা হুনমান। পঞ্চায়েত থানা বিডিও পরিশেষে বনদপ্তরকে জানিয়েও কোনো সুহারা না মেলায় আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। রাস্তার বাইরে বেরোলে প্রত্যেকের হাতে দেখা যাচ্ছে একটা করে লাঠি। সারেঙ্গা কনভার্টেড জুনিয়ার বেসিক স্কুলে ১১৮ জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র তিনজন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে ইস্কুলে। এই নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রধান শিক্ষিকার। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই তাই কিভাবে সিলেবাস শেষ করবে এই ভাবেই যদি স্কুলের ছেলেমেয়েরা না আসে তার চিন্তায়। হনুমানের ভয়ে অধিকাংশই অভিভাবক বাচ্চাদের একা ছাড়তে চাইছেন না। সমস্ত কাজ ফেলে বাচ্চাদের নিয়ে কিছু কিছু অভিভাবক আসেন স্কুলে
আবার স্কুলের ছুটি হয়ে গেলে বাচ্চাদের নিয়ে লাঠি হাতে স্কুল থেকে বাড়ি ফেরে। পঞ্চায়েতে প্রধানের অবস্থা অসহায় তিনি বললেন আমি সব জায়গায় জানিয়েছি বনদপ্তর কেও জানিয়েছে দেখি ওরা কবে আসে! বনদপ্তর ছাড়া এই অবস্থা থেকে বেরোবার কোন উপায় নেই। এখন দেখা কবে বনদপ্তরের কর্মীরা এসে ওই কামড়ানো হনুমান টিকে ধরে অন্যত্র নিয়ে যায় সেই দিকে তাকিয়ে আপামর সারেঙ্গা বাসী।