সাঁকরাইলে বিষধর সাপের পথ অবরোধ, রাস্তায় দাঁড়িয়ে সারিবদ্ধ গাড়ি,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো পুলিশ।

0
337

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  শনিবার রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি থেকে সাঁকরাইল যাওয়ার রাস্তার মাঝে জঙ্গলকুড়চি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে শনিবার রাত্রি প্রায় সাড়ে নয়টা নাগাদ একটি বিষধর সাপ রাস্তার মাঝে ফনা তুলে রয়েছে। সাপটি কোন দিকে নড়ছে না,কিন্তু ফনা তুলে গর্জন ছাড়ছে ,যার ফলে রাস্তার দুই ধারে প্রচুর গাড়ি দাঁড়িয়ে যায়। ওই ঘটনার ফলে ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । ওই ঘটনাকে নিজেদের চোখে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনা স্থলে যায় সাঁকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় এক ঘন্টার চেষ্টায় রাস্তার উপরে ফনা তুলে গর্জন করতে থাকা বিষধর সাপটিকে পুলিশ কর্মীরা স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। বিষধর সাপটি রাস্তা থেকে জঙ্গলের দিকে চলে যাওয়ার পর ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল শুরু করে। এর আগে ওই এলাকার মানুষ হাতির পথ অবরোধ দেখেছে, হাতির হামলার জন্য ফসলের ক্ষতিপূরণ এর দাবিতে মানুষের পথ অবরোধ দেখেছে, রাস্তা মেরামতের দাবিতেও পথ অবরোধ দেখেছে। কিন্তু বিষধর সাপের পথ অবরোধ এই প্রথম দেখলেন ওই এলাকার বাসিন্দারা। যাকে কেন্দ্র করে এলাকায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাই সাপের পথ অবরোধকে কেন্দ্র করে শনিবার রাতে সাঁকরাইল ব্লকের জঙ্গলকুড়চি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।