কালীপূজো ও দিপাবলীর রাতে বর্ধমান শহরের ২১ নম্বর ওয়ার্ডের নির্মলঝিল শ্মশানের সামনে মন্ডপে চলল তাণ্ডব।

0
192

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- কালীপূজো ও দিপাবলীর রাতে বর্ধমান শহরের ২১ নম্বর ওয়ার্ডের নির্মলঝিল শ্মশানের সামনে মন্ডপে চলল তাণ্ডব। ভাঙচুর করা হলো চেয়ার টেবিল।উত্তেজনা সৃষ্টি হয় মন্দিরের সামনে।ব্যাপক হাতাহাতি চলে দুই পক্ষের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ঘটনার খবর পেয়ে তৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত ২১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্যামাপ্রসাদ ব্যানার্জি। পুলিশ বেশ কয়েকজনকে আটক করে বর্ধমান থানায় নিয়ে যায়।
শক্তি দেবী কালিমা এর আরাধনায় এই শান্তিপূর্ণ উৎসবের দিন নির্মল ঝিলে অশান্তির ছবি দেখলো এলাকার মানুষজন। বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে কালী পূজার রাতে মানুষ উপস্থিত হন নির্মল ঝিলে। এই পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সাধারণ মানুষ।কিন্তু হঠাৎ দুই পক্ষের মারপিট ঝামেলা দেখে রীতিমতো সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষজন।
কয়েকজন যুবক বলেন,পাসিখানা থেকে এক যুবক যার নাম আকাশ সিং তার নেতৃত্বেই এরকম তাণ্ডব চলেছে।