সোনাউল্লা প্রাথমিকের অভিনব উদ্যোগ – পাহাড় বানানো প্রতিযোগিতা।

0
250

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাজ্যে কেবলমাত্র জলপাইগুড়ি শহর ও শহর লাগোয়া অঞ্চলে কালীপূজোয় পাহাড় বানানো একটা পুরোনো রীতি এবং ঐতিহ্য,,, ছোটোদের মধ্যে এই পাহাড় বানানো একটা বহু পুরোনো উন্মাদনা ও আনন্দ।

সেই ঐতিহ্য কে উৎসাহিত করতে সোনাউল্লা প্রাথমিকের সকল ছাত্রদের মধ্যে “পাহাড় বানানো প্রতিযোগিতা ” অনুষ্ঠিত হচ্ছে।

ছাত্ররা যে যার বাড়িতে পাহাড় বানিয়েছে,,, পাহাড় সাজিয়েছে বিভিন্ন খেলানা ও ফোয়ারা, স্টীমার দিয়ে,,,,তারপর সেই পাহাড়ের ছবি বা ভিডিও তুলে সোনাউল্লা প্রাথমিকের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছে, নিজের নাম সহ,,,,

যাদের পাহাড় সুন্দর হয়েছে, তাদের কে সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের টিচারস রা সেই সকল পাহাড় গুলি ঘুরে ঘুরে দেখলেন এবং ছাত্রদের সাথে কথা বললেন।
বেজায় খুশী ছাত্র থেকে অভিভাবক রা। দীপাবলির দিনে ছাত্রদের বাড়িতে সোনাউল্লা প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকা গণ উপস্থিত হয়ে ছাত্রদের তৈরি পাহাড় দেখলেন এবং কথা বললেন। অভিভূত অভিভাবকশ্রেণি।
তাঁরা প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না। শিক্ষক-শিক্ষিকারা যেভাবে ছাত্রদের গার্জিয়ানদের ফোন করে করে বাড়ি খুঁজে খুঁজে আজ দীপাবলির দিন পৌছুলেন, তাতে ছাত্রদের মধ্যে বিরাট উন্মাদনা।

সোনাউল্লা প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকা গণ ছাত্রদের বিভন্ন রকম ক্রিয়েটিভ ও আনন্দায়ক পাঠদানের জন্য সারাবছর বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে থাকে।
এই “পাহাড় বানানো প্রতিযোগিতা ” এই কর্মসূচীরই একটি অঙ্গ হিসাবে তাঁরা দেখছেন।
বিদ্যালয়ের শিক্ষক গোপাল কংস বনিক জানান যে,
“পাহাড় বানানো একটা বিরাট ক্রিয়েটিভিটি ও পরিবেশ শিক্ষা,,,, তার সাথে জলপাইগুড়ি র ঐতিহ্য,,,
সবকিছু কে উৎসাহিত করতে সোনাউল্লা প্রাথমিকের এই নবতম উদ্যোগ।”

পূজাবকাশের পর ১২ ই অক্টোবর থেকে বিদ্যালয়ে পঠনপাঠন শুরু হয়েছে। সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের পঠনপাঠনের সাথে প্রতিটি শ্রেণিতে পরিবেশ পাঠ বিশেষভাবে চলছে।
সেই পরিবেশ পাঠের অংশ হিসাবে হাতেকলমে শিক্ষালাভ ও ক্রিয়েটিভ কাজে উৎসাহ বৃদ্ধির জন্যই ছাত্রদের নিয়ে এই অভিনব প্রতিযোগিতা র আয়োজন বলে বিদ্যালয় সূত্রের খবর।

কোনো সরকারি অনুদানপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের দ্বারা ছাত্রদের মধ্যে এইরূপ “পাহাড় বানানো প্রতিযোগিতা ” এই প্রথম বলে জানা যাচ্ছে।

বিদ্যালয় খুললে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পাহাড় বানানো প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে।