ভাইফোঁটাকে কেন্দ্র করে তমলুকের মিষ্টি দোকানগুলোতে সকাল থেকেই ভিড়।

0
309

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাঙালির ভাইফোঁটা মানেই,বাহারি রকমের মিষ্টি ভাইয়ের পাতে দেওয়ার প্রচলন রয়েছে,তাই বৃহস্পতিবার সকাল থেকে মিষ্টি দোকানে যথেষ্ট ভীড় লক্ষ্য করা গিয়েছে। কালীপূজার পর ভাইফোঁটার প্রস্তুতি। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মিষ্টির দোকান গুলোতে ভীড় জমেছে। মিষ্টির দোকানের শোকেসের দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যাবে। চেনাজানা মিষ্টি তো আছেই। তার সঙ্গে এবার যোগ হয়েছে নতুন নতুন থিমের মিষ্টি। জলভরা, ভাইফোঁটা লেখা মিষ্টি তো রয়েছেই। কিন্তু চমক রয়েছে অন্য জায়গায়। এমন কোনো ফ্লেভার বাদ নেই যেটা পাওয়া যাবে না। বাঙালি তো বরাবরই মিষ্টিপ্রিয়। ভাইফোঁটার আগে ভাইদের পছন্দের মিষ্টি কিনতে তাই দোকানে ভিড় জমিয়েছেন দিদি বোনেরা।