নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গেদে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকদের সড়কপথে ভিসা দেওয়ার দাবি নিয়ে গেদে সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভ সীমান্ত লাগোয়া ব্যবসায়ীদের। পশ্চিমবঙ্গের নদিয়া জেলা পার্শ্ববর্তী বাংলাদেশের সাথে সীমান্তের কাটাবেড়া ভাগ করে নিয়েছে। এই জেলার বেশ কিছু জায়গায় রয়েছে এপার বাংলা ওপার বাংলার যাতায়াতের ব্যবস্থা। সেই সমস্ত জায়গাগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল গেদে দর্শনা সীমান্তের গেট। গেদে দর্শনা সীমান্তে সড়ক পথে পারাপার করতেন একাধিক মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা ও সাধারণ ভিসা প্রাপ্ত মানুষেরা। প্রতিদিন কমপক্ষে হাজার মানুষের ভারত বাংলাদেশের যাতায়াত লেগেই থাকতো।
জানা যায় ২০২১ সালের ৭ ডিসেম্বর থেকে গেদে দর্শনা বর্ডার দিয়ে সড়কপথে বাংলাদেশ নাগরিকদের জন্য ভারত সরকার ভারতে ভিসার ব্যবস্থা বন্ধ রেখেছে। যার ফলে গেদে দর্শনার সীমান্ত গেটে মানুষের যাতায়াত বর্তমানে তুলনামূলকভাবে অনেকটাই কমে গিয়েছে। এর ফলে আর্থিক দিক দিয়ে প্রবল ক্ষতিগ্রস্ত হচ্ছেন সীমান্ত লাগোয়া বেশ কিছু ব্যবসায়ীরা।
জানা যায় ভারত বাংলাদেশের সড়ক পথে যাতায়াতের সময় একাধিক ভারতীয় এবং বাংলাদেশীরা সীমান্ত লাগোয়া বৈদেশিক মুদ্রা বিনিময়কারীদের দোকান থেকে তারা তাদের অর্থ বিনিময় করে থাকতেন। এছাড়াও সীমান্ত লাগোয়া একাধিক হোটেল রেস্তোরাঁ, রমরমা নিয়ে চলত। সীমান্তে রয়েছে একাধিক পানের দোকান, রেস্তোরাঁ এবং বিভিন্ন কুলি যারা মালপত্র পারাপারে সাহায্য করতেন। তাদের দাবি, পার্শ্ববর্তী জেলার বনগাঁও পেট্রাপোল বেনাপোল বর্ডারে সড়কপথে মানুষ পারাপার চালু থাকলে নদিয়া জেলার গেদে দর্শনা বর্ডারেও অবিলম্বে বাংলাদেশীদের ভারতে আসার ভিসা দিক সরকার।
তারা জানান, সীমান্ত দিয়ে সড়কপথে পারাপার বন্ধ হওয়ার ফলে প্রায় বেশ কিছু পরিবারের আর্থিক অবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।