চোর মুক্ত বাংলা চাই বেলদা থেকে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

0
403

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মঙ্গলবার বিকেলের পর পশ্চিম মেদনীপুর জেলার বেলদাতে ভারতমাতা সেবা সংঘের প্রথম বর্ষের জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে পুজো উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে আগামী ২০২৩ সালে ‘চোরমুক্ত বাংলা’ দেখতে পাওয়ার কথা জানালেন।
ভারতমাতা সেবা সংঘের প্রথম বর্ষের আয়োজন জগদ্ধাত্রী পুজোর। মঙ্গলবার সেই পুজোর উদ্বোধন হল। বর্ণাঢ্য শোভাযাত্রার পর ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের এই বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বাংলাকে চোর মুক্ত করার জন্য জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা করতে নির্দেশ দিয়ে যান। এই দিন ছিল মশারি ও শীতবস্ত্র প্রদানের কর্মসূচি। তারও উদ্বোধন করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে
তিনি বলেন,”আমাদের স্বপ্ন রাখতে হবে যে, পশ্চিমবঙ্গ থেকে আমরা তোষণের রাজনীতি, পরিবারবাদের রাজনীতি এবং জাতপাতের রাজনীতি, এটাকে চিরতরে মুছে দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বপ্ন নিয়ে এই পশ্চিমবঙ্গ যে হিন্দুদের জন্য করে দিয়ে গেছিলেন তার সম্মান আর মর্যাদা আমরা রাখব।” শুধু তাই নয়, রাজ্যে ডেঙ্গির প্রাদুর্ভাব নিয়েও কটাক্ষ করেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মশারি দেখিয়ে বলেন,” খুব খারাপ অবস্থা। এই জন্যেই তো মশারি দিচ্ছি।” মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন,” নবমীতে মায়ের কাছে প্রার্থনা করুন, মা যেন আগামী ২০২৩ সালে জগদ্ধাত্রী মায়ের যখন আরাধনা করব তখন চোর মুক্ত বাংলা দেখতে পাই। এটাই মায়ের কাছে প্রার্থনা করবেন।” বেলদা ভারতমাতা সেবা সংঘের এবারে প্রথম জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছিল। এলাকার বিজেপির কয়েকজন নেতৃত্বরাই এই পুজোর আয়োজন করেছিলেন।