রক্তদান জীবন দান এক বিন্দু রক্ত বাঁচাতে পারে মুমূর্ষ রোগীর প্রাণ।

0
267

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- এই পথ অনুসরণ করেই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে বৃহৎ রক্তদান কর্মসূচি করা হয় আজ।পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের উদ্যোগে রক্তদান উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বর্ধমান শহরের টাউন হল প্রাঙ্গণে।প্রায় ১০০০ হাজার বোতলের এই রক্তদান উৎসবে সংগৃহীত রক্ত তুলে দেয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল,শিবশঙ্কর সেবা সমিতি,কমেরি ব্লাড ব্যাংক,দুর্গাপুর ব্লাড ব্যাংক,কাটোয়া থেকে শুরু করে বিভিন্ন ব্লাড ব্যাংকের হাতে। এইরকম বড় রক্তদান কর্মসূচি বর্ধমান শহর হয়তো আগে দেখেনি। আজ এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন বি ডিএর চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বর্ধমান উত্তরের বিধায়ক নিশিথ কুমার মালিক,মেমারির বিধায়ক মধুসূদন হাজরা, জামালপুর বিধায়ক অলক কুমার মাঝি এবং তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতৃত্ব। ক্যামেরার মুখোমুখি হয়ে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, সংখ্যালঘু্ সেলের সভাপতি আশরাফ উদ্দিন প্রতিবছরই এই রক্তদান উৎসবের আয়োজন করে। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন শুধু রাজনীতি নয় সমাজসেবা মূলক কাজও নিজেকে ব্রতী করতে হবে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে রক্তদান করছেন। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ আশরাফ উদ্দিন বলেন, উপরে আল্লা নিচে মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো তাহলে হয়তো এত বড় রক্তদান উৎসব আমি করতে পারতাম না। আমি সর্বক্ষণ মানুষের পাশে থেকে কাজ করে যাই এবং আগামী দিনেও তাই করব।