আবদুল হাই, বাঁকুড়াঃ বিষ্ণুপুর ভড়ার মণ্ডল পরিবারের যে রাসমঞ্চ আছে তাতে প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমার পঞ্চমী তিথিতে “পঞ্চম রাস” অনুষ্ঠিত হয়। এমনিতেই রাধামাধবজীউ ও শ্রীধরলাল কে রাসমঞ্চে আনা হয় এবং ধুমধাম করে রাস উৎসব পালিত হয়ে থাকে। তবে এবছর ভড়াগ্রামে প্রাণপুরুষ কাঠিয়াবাবা মহারাজের এই রাসমঞ্চে শুভাগমন ঘটায় হাজার হাজার ভক্তশিষ্যের সমাগম ঘটেছিল। নিম্বার্ক সম্প্রদায়ের ৫৭ তম আচার্য বর্তমান শ্রী শ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়াবাবাজী মহারাজ।মন্ডল পরিবারের পক্ষ থেকে কাঠিয়াবাবা মহারাজজী কে পুষ্পার্ঘ্য দিয়ে বরণ করা হয়।ভরা এলাকার এক বাসিন্দা বলেন, আমাদের জীবদ্দশায় এইরকম গুরু গোবিন্দের মিলন দেখে মোহিত হয়ে গেলাম।