বনে ঘেরা চাঁদ ঝিলে বনলতার প্রকাশ ও সাহিত্য সভা।

0
739

সুদীপ সেন,  বাঁকুড়া:-  বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের একটি ছোট্ট গ্রাম ভালুকা।
বন, পাহাড় বেষ্টিত এই গ্রাম।

কিন্তু সংস্কৃতি এই গ্রামের একটা সম্পদ।
যাত্রা পালা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে তাপস পাল সম্পাদিত বনলতা পত্রিকা এই গ্রামের একটি সম্পদ।

সেই পত্রিকারই নবান্ন সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হলো রবি বার বিনোদ পুরের প্রাকৃতিক পরিবেশের সুন্দর নয়নাভিরাম চাঁদ ঝিলে একটি সাহিত্য সভা ও অনুষ্ঠানের মধ্যদিয়ে।
প্রায় শতাধিক কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এই সাহিত্য সভায় উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখ যোগ্য উপস্থিতি হলো কবি বিপ্লব গঙ্গোপাধ্যায়, ছড়াকার গোপাল কুম্ভ কার, কবি অপর্ণা দেওঘরিয়া, শুভম চক্রবর্ত্তী, অরূপ শান্তি কারী, মাধব মন্ডল, সত্য বান তন্তুবায় , নাট্য ব্যক্তিত্ব নির্মল নন্দী ও অসংখ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ এবং সমাজ কর্মী তপন চ্যাটার্জী।

চাঁদ ঝিলের অপূর্ব এক পরিবেশে সাহিত্য সভাটি প্রানবন্ত হয়ে ওঠে।