সেনাবাহিনীতে ভর্ত্তির প্রাক্কালে দৌড় প্রতিযোগিতা দুবরাজপুরে।

0
335

সেখ ওলি মহম্মদ, দুবরাজপুরঃ- আর কিছুদিন পরই সেনা বাহিনীতে নিয়োগ হবে এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সরকার। তাই সেনা বাহিনীতে ভর্তির জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ছেলে মেয়েরা আবেদন করেছে। ফলে প্রত্যেকেই দিন রাত এক করে বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছে কোচিং সেন্টারে গিয়ে। এমনকী প্রতিদিন দৌড় অভ্যাস করতে হচ্ছে তাঁদেরকে। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের ডিফেন্স কোচিং সেন্টারের উদ্যোগে দরবেশপাড়ার আর.বি.এস.ডি উচ্চ বিদ্যালয়ের মাঠে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন রাজ্যের একাধিক জেলা থেকে প্রায় ৫০০ জন ছেলেমেয়েরা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছেলেদের জন্য ছিল ১৬০০ মিটার দৌড় এবং মেয়েদের জন্য ছিল ১০০০ মিটার দৌড়। এদিন ১৬০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীকে ট্রফি সহ নগদ ৩ হাজার টাকা এবং দ্বিতীয় স্থানাধিকারীকে ট্রফি সহ ২ হাজার টাকা দেওয়া হয়। পাশাপাশি ১০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীকে ট্রফি সহ নগদ ২ হাজার টাকা এবং দ্বিতীয় স্থানাধিকারীকে ট্রফি সহ নগদ ১ হাজার টাকা দেওয়া হয় দুবরাজপুরের ডিফেন্স কোচিং সেন্টারের পক্ষ থেকে। এই সেন্টারের কোচ অঙ্কু গড়াই জানান, বহরমপুরে আর্মির রেলি রয়েছে। তাই আজ আমরা দৌড় প্রতিযোগিতার মাধ্যমে তাঁদের কতটা প্রশিক্ষণ নেওয়া হয়েছে তা যাচাই করলাম।