রশিকপুর পোর্টিং ক্লাব এন্ড লাইব্রেরীর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।

0
217

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- “আমরা বাঁচাবো রক্তে মুমূর্ষু রুগির প্রাণ, স্বেচ্ছা রক্তদানে গাই মনুষ্যের জয় গান”। আপনার রক্তদান, একটি অভাবীদের জন্য জীবন দান। সেই মর্মেই প্রতিটি ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার তরফে করা হয় রক্তদান শিবির। যাতে হসপিটালে রক্তের ঘাটতি দেখা না যায়। সেই রকমই রশিকপুর পোর্টিং ক্লাব এন্ড লাইব্রেরীর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বর্ধমান শহরে জেলখানা মোড় এলাকায়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর সংখ্যক মানুষ আজ স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেয়া হয় ক্যামরি ব্লাড ব্যাংকের হাতে। এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব। মূলত তারই উদ্যোগে প্রতি বছর এই রক্তদান শিবির হয়ে থাকে। এই রক্তদান শিবির অনুষ্ঠান উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলী তা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান পৌরসভার কাউন্সিলর ইন্তেখাব আলম ও আনন্দ গোপাল সাহা বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে বিধায়ক খোকন দাস বলেন, প্রতি বছরেরই রশিকপুর পোর্টিং ক্লাব এন্ড লাইব্রেরীর উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মানুষ এখানে নিজের আনন্দে রক্ত দেন। এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা আমাদের তৃণমূল কংগ্রেস নেতা আবদুর রব।