বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারে।

0
357

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: টাকা পয়সার অভাবে অনেকেই পান না সঠিক চিকিৎসা। অনেকেই নিজের পকেটের কথা চিন্তা করে হাসপাতালের দরজায় যেতেই ভয় পান। এভাবেই নিজেদের অজান্তেই অনেক আক্রান্ত হন কঠিন রোগে। রোগগ্রস্ত হয়ে অনেকে মারাও যান অকালে । সেই সব দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল

কোচবিহার জেলার মরাপোড়া চৌপথী সংলগ্ন তেতুঁলতলা ক্লাবের সামনে ওই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। কোচবিহার লাইন্স ক্লাবের উদ্যোগেই হল এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে খুশি হয়েছেন এলাকার মানুষজন। এদিন প্রায় ৫০ জন দুঃস্থ মানুষকে দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা করা হয়।মোটামুটি সেই সংখ্যাটা বেড়ে ১০০ হবে। মূলত এদিন করা হয় মাপা হয় ব্লাড প্রেসার, সুগার এবং ডায়াবেটিস টেস্ট করা হয়।

এদিন সেখানে উপস্থিত ছিলেন এম জে এন হাসপাতালের চিকিৎসক সৌরভ দাস,লাইন্স ক্লাবের চেয়ারম্যান দীপানিতা রায়, লাইন্স ক্লাব সভাপতি মুনমুন নাগ,সম্পাদক মমতা সাহা, কোষাধক্ষ্য সম্পা মুখার্জি সহ অনেকে।