ছোলার ফসল ফলানোর কাজ শুরু তিস্তা নদীতে, চলছে তার ই প্রস্তুতি।

0
562

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শীতের রকমারী সবজির জন্য জমিতে বীজন দেবার কাজ শুরু করা হচ্ছে নদীর তীরবর্তী এলাকার চাষীরা।পুজো শেষ হয়েছে।শীতের রকমারী বেশ কিছু ফসল ইতিমধ্যেই উৎপন্ন হয়েছে। জলপাইগুড়ি শহর ছেড়ে বিভিন্ন নদীর তীরবর্তী এলাকায় এখন চলছে ছোলার ফলনের কাজ।সকাল থেকেই শুরু হয়েছে জমিকে আগে চাষ আবাদ করে তারপর ছোলা ফেলে নতুন ভাবে ছোলার চাষ শুরু করে দিয়েছে চাষীরা। এইবার আবহাওয়া ভালো হবায় আশা উৎপাদিত ফসল ভালো হবে এমনটাই তারা মনে করছেন।