লটারিতে এক কোটির পুরস্কার, নিরাপত্তায় থানায় নিশিযাপন মহিষাদলের বিষ্ণুর।

0
338

মহিষাদল, নিজস্ব সংবাদদাতা:- এক টিকিটে কেল্লা ফতে। ১৫০ টাকার টিকিট কেটে ১কোটি টাকার পুরস্কার জিতলো মহিষাদলের কাঞ্জনপুর জালপাই এলাকার বিষ্ণুপদ ঘোড়াই।নিরাপত্তার কারনে থানাতেই নিশিযাপন করলেন বিষ্ণুপদ।টিকিট যার টাকা তার। সেই ভয়ে এক কোটির জন্য পুলিশি নিরাপত্তার জন্য রবিবার রাতেই মহিষাদল থানায় নিশিযাপন করলো বিষ্ণুপদ।সকালে কাজে যাওয়ার পথে মহিষাদলের গাডুহাটায় এক টিকিট বিক্রেতার কাছ থেকে ১৫০ টাকা দিয়ে টিকিট কেটে ছিলেন বিষ্ণুপদ। কাজ শেরে বাড়ি ফেরার পথে জানতে পারে তার টিকিটে এক কোটি টাকা লেগেছে। এক কোটি টাকার লাগার খবর পেয়ে ভয়ে সোজা মহিষাদল থানায় ছুটে যায়। সমস্ত বিষয় জানিয়ে নিরাপত্তার আর্জি জানায়। সেই মতো পুলিশ নিরাপত্তা দেয়। যতক্ষণ না টাকা একাউন্টে ট্রান্সপার না হয় ততক্ষণ পুলিশি নিরাপত্তার আবেদন করে বিষ্ণুপদ। রবিবার রাতে বিষ্ণুপদের সাথে থানায় হাজির হয় তার আত্মিয় পরিজনেরা।
লটারি নিয়ে নানা রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্যের মাঝে মহিষাদলের শ্রমিক বিষ্ণুপদের কোটি পতি হওয়ায় আলোচনার ঝড় উঠেছে।