ধান চাষের জমি আজও হাটু সমান জল,ক্ষতির মুখে পাঁশকুড়ার ধান চাষীরা।

0
728

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাউর অঞ্চলের দশাং গ্রামের ধানের জমি জলের তলায়। দীর্ঘদিন ধরে চাষের জমিতে হাঁটু সমান জল দাঁড়িয়ে থাকার কারনে ধান চাষ করতে পারেনি ওই এলাকার বহু চাষী। কেউ কেউ আবার আশায় বুক বেঁধে আমন ধান চাষ করেছিলেন, শীতের মরশুমে চাষের ধান মাঠ থেকে তুলে উঠোনে আনতে পারবে, কিন্তু দশাং গ্রামে একপ্রকার পাকা ধানে মই পড়ল চাষীদের। বর্ষা পেরিয়ে পাঁচ ছয় মাস কেটে গেলেও বর্ষার জল এখনো হাঁটু সমান দাঁড়িয়ে রয়েছে চাষের জমিতে। আর তাতেই মাথায় হাত পড়েছে এলাকার চাষীদের। হাঁটু সমান জলের তলায় ভেসে গিয়েছে পাকা ধান, চাষ করেও ঘরে তোলার মত সুযোগ পাচ্ছে না চাষীরা। বিঘার পর বিঘার চাষের জমি আজও হাঁটু সমান জলের তলায়। জল নিকাশি খাল থাকলেও তাতে নানান আবর্জনা ফেলার কারনে চাষের জমির জল পাশ হয় না। জল নিকাশি খালে পাশের গ্রাম আঠাং এর মুরগি দোকানিরা আবর্জনা এসে ফেলে যায়। আর তার পাশাপাশি জঞ্জাল আবর্জনা ভর্তি থাকার কারণে জল নিকাশি খাল অকেজো অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে চাষের জমির জল ঠিকমতো পাস না হওয়ায় জল দাঁড়িয়ে থাকে বছরের পর বছর।
এমনই সমস্যার মুখে পড়তে হচ্ছে ওই গ্রামের ধান চাষীদের। এ বিষয়ে কিছু বলতে চায়নি প্রশাসনিক কর্তারা।