প্রেমের টানে ‘ঘর’ ছেড়ে একত্রে বাসা বেঁধেছিলেন, সেই সঙ্গিনীকেই হত্যা করে পুঁতে ফেলার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে,চাঞ্চল্য ভালুকমচা গ্রামে।

0
292

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রেমের টানে দু’জনই নিজেদের ঘর ছেড়েছিলেন। গ্রাম থেকে কিছুটা দূরে, বড় রাস্তা পেরিয়ে জঙ্গল সংলগ্ন এলাকায় বাসা বেঁধেছিলেন একত্রে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের ভালুকমচা গ্রামের সেই জঙ্গল সংলগ্ন এলাকাতেই নিজের প্রেমিকা পবিত্রা কে মেরে মাটিতে পুঁতে ফেলার অভিযোগ উঠল তাঁর প্রেমিক তরুণ সিংয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীণের ভালুকমচা গ্রামে । গ্রামবাসীরাই সোমবার বিষয়টি টের পান। তারপর-ই পুলিশকে জানান তাঁরা। পুলিশ এসে ঘটনার সত্যতা খুঁজে পান। মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটির নিচ থেকে দেহ তোলা হবে বলে জানা গেছে। অভিযোগ অস্বীকার করে তরুণ দাবি করেছেন, সে হত্যা করেনি, তবে মৃত্যুর পর মাটিতে পুঁতে ফেলেছিল।‌ যদিও, গ্রামাসীদের দাবি, উপযুক্ত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক।