রেশনে কারচুপির অভিযোগে ক্ষুদ্ধ গ্রামবাসীরা।

0
280

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রেশনে কারচুপির অভিযোগে ক্ষুদ্ধ গ্রামবাসীরা।ঘটনা আলিপুরদুয়ারের বনচুকামারীতে।এদিন রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা।গ্রামবাসীদের অভিযোগ,ওই রেশন ডিলারের কাছ থেকে গ্রামের ৭০০ জন বাসিন্দা রেশন নেন।কিন্তু ওজনে কারচুপির পাশাপাশি ওই রেশন ডিলার গ্রাহক স্লিপ ধরিয়ে দেন।ওই স্লিপ নিয়ে রেশন আনতে গেলে গ্রাহক দের নিয়মিত ঘোরান তিনি।তাদের দেওয়া হয়না রেশন।এটা দীর্ঘ দিন ধরে চলছে।রেশন ডিলার কে ঘিরে বিক্ষোভের ক্ষুদ্ধ গ্রামবাসীরা পাটকাপাড়া আলিপুরদুয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।বিক্ষোভ ও পথ অবরোধ চলছে।ঘটনাস্থলে আলিপুরদুয়ার থানার পুলিশ।