কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় সমস্ত তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে মহা মিছিল মালদা শহরে।

0
282

নিজস্ব সংবাদদাতা, মালদা,০৪ ডিসেম্বর : – কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় সমস্ত তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে মহা মিছিল মালদা শহরে।
রবিবার দুপুর দুইটা টা নাগাদ মালদা শহরের বৃন্দাবনের ময়দান থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলে অংশ নেন পশ্চিমবঙ্গ সেচ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক, রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমূল হোসেন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা কলেজ ময়দানে। সেখানে একটি জনসভার আয়োজন করা হয়।
সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, বিভাজনের রাজনীতির প্রতিবাদ এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তা বোঝাতে মহা মিছিলের আয়োজন করা হয়।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের সমস্ত সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে মালদা শহরে বিক্ষোভ মিছিল ও জনসভার আয়োজন করা হয়।