প্রস্তুতি সভা, চাঁদুড়িয়া এক নম্বর জিপির ৪৭টি রেল গেট বাজার অটো স্ট‍্যান্ডে।

0
287

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রস্তুতি সভা,চাঁদুড়িয়া এক নম্বর জিপির ৪৭টি রেল গেট বাজার অটো স্ট‍্যান্ডে।আগামী ১৭ ই ডিসেম্বর শনিবার রানাঘাটে জন সভা বক্তা অভিষেক ব‍্যানার্জী সহ অন‍্যান‍্য নেতৃত্ব।তারই প্রস্তুতি সভা এই সভায় উপস্থিত ছিলেন চাঁদুড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তীব্রজ‍্যোতি দাস,চাকদহ ব্লকের সভাপতি দিলীপ সরকার,জাকির হোসেন মন্ডল ,জয়ন্ত দাস,অমরেন্দু সরকার,সুজন মন্ডল ছাত্র নেতা তন্ময় বিশ্বাস সহ অন‍্যান‍্য নেতৃত্ব ও কর্মীবৃন্দরা।