বিহার থেকে আসামে নিয়ে যাওয়ার পথে উদ্ধার বিপুল অংকের টাকা, মোহাম্মদ তৌফিক সহ গ্রেফতার পাঁচ, জানালেন এস পি।

0
209

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- উল্লেখ্য, রবিবার দুপুরে জলপাইগুড়ি জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় একটি কালো ছোটো চার চাকার গাড়িতে করে কিছু ব্যক্তি বিপুল অংকের টাকা নিয়ে যাচ্ছে, সেই মোতাবেক জেলার বিন্নাগুড়ি থানার পুলিশ তেলিপাড়া নামক স্থানে নাকা চেকিং শুরু করে। এর পরেই নির্দিষ্ট গাড়িটি আসতেই যাত্রী দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ যদিও গাড়িতে টাকা থাকার কথা বেমালুম অস্বীকার করে গাড়িতে থাকা পাঁচ ব্যাক্তি, এরপরেই পুলিশের নজর পরে গাড়ির অতিরিক্ত চাকার দিকে, স্টেপনি বলা হয় যেটিকে। দ্রুত গাড়িতে থাকা পাঁচ জনকে হেফাজতে নিয়ে অতিরিক্ত চাকা খুলতেই অবাক সবাই।
কালো প্লাস্টিক ক্যারী ব্যাগে ছোটো ছোটো প্যাকেট করে ট্যায়ারের ভেতরে রাখা টাকার বান্ডিল।
পাঁচ জনকে গ্রেফতার করে সোমবার জেলা আদালতে তোলার আগে পুলিশ সুপারের অফিসে আনা হয় উদ্ধার হওয়া টাকা সমেত।
এই ঘটনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন,, ধৃত দের মধ্যে একজনের নাম মোহাম্মদ তৌফিক এরা সবাই বিহার রাজ্যের পূর্ণিয়ার বাসিন্ধা। ধৃতদের প্রাথমিক বয়ান অনুযায়ী এই টাকা ব্যাবসার কাজের জন্য আসাম নিয়ে যাওয়া হচ্ছিলো।
ধৃতদের আজই আদালতে পেস করে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেবার আবেদন করা হবে।