প্রার্থী বাঁচাইয়ে রিপোর্ট কার্ড তৈরি করছে তৃণমূল কংগ্রেস।

0
225

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: আগামী পঞ্চায়েত নির্বাচনে স্ট্যান্ডিং পঞ্চায়েত সদস্যদের রাখা হলে,কেন তাদের রাখা হচ্ছে। আবার তাদের যদি রাখা না হয় তাহলে কেন রাখা হচ্ছে না সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কার্ড তৈরি করছে তৃণমূল কংগ্রেস। রিপোর্ট কার্ড তৈরি হওয়ার পর তা রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে। শুধু তাই নয়, নতুন কাউকে প্রার্থী করা হলে কেন তাকে প্রার্থী করা হচ্ছে সে বিষয়ে ছয়টি কারণ রাজ্য নেতৃত্বকে রিপোর্ট করে তা জানাতে হবে।
এদিন কোচবিহারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একথাই জানান জেলা সভাপতি অভিনেত্রী ভৌমিক। বিষয়টি জানাজানি হতেই পঞ্চায়েত নির্বাচনে দলের প্রার্থী হওয়া নিয়ে জেলা জুড়ে দলের অন্তরে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।

এদিন এ বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান, রিপোর্ট কার্ড তৈরি হচ্ছে সাংগঠনিকভাবে সেই কাজ শুরু হয়েছে অঞ্চল ব্লক ও জেলায়। তিনি বলেন স্ট্যান্ডিং যারা গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন তাদের যদি আমরা রাখি তাহলে তাকে কেন রাখা হচ্ছে সেটা নিয়ে রিপোর্ট তৈরি করতে হচ্ছে। সেটা অঞ্চল থেকে ব্লকে ব্লক থেকে জেলায় ও জেলা থেকে তা রাজ্যের কাছে পাঠাতে হবে। রিপোর্টে কোন ভুল হচ্ছে কিনা তা দেখতে রাজ্য পরবর্তীতে সেটা যাচাই করবে। পাশাপাশি অঞ্চল থেকে ব্লক হয়ে যেটা আসবে সেটাও যাচাই করে দেখা হবে তারা ঠিক পাঠাচ্ছে কিনা। আবার কোন স্ট্যান্ডিং পঞ্চায়েত সদস্যকে যদি বাদ দিতে হয় তাহলে তাকে কেন বাদ দেওয়া হচ্ছে কি কারণে তাকে বাদ দেওয়া হচ্ছে সেই সম্পর্কের রিপোর্ট তৈরি করে রাজ্য নেতৃত্বকে জানাতে হবে। কাউকে যদি বাদ দেওয়া হয় তাহলে সেই আসনে কার নাম প্রস্তাব করা হচ্ছে কেন করা হচ্ছে তা জানাতে হবে।