দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ-কয়েক বছর পর আজ সারা রাজ্য জুড়ে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। এমনকী এদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং দুপুর ২ টো থেকে বৈকাল ৪ টা পর্যন্ত ভারী যানবাহন বন্ধ রাখা হয়েছিল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে। টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে দুবরাজপুর থানার পক্ষ থেকে দুবরাজপুরের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। আজ সকাল থেকেই দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা দুবরাজপুর পাওয়ার হাউস মোড়ে পরীক্ষার্থীদের সাহায্যার্থে হাজির ছিলেন। বহু পরীক্ষার্থী বাস থেকে নেমে তাঁদের পরীক্ষা কেন্দ্রে যাবেন। তাই যাঁরা নিজেদের পরীক্ষা কেন্দ্রে কিভাবে যাবেন সেসব বিষয়ে বিধায়ক সাহায্য করেন। পাশাপাশি দুবরাজপুর গার্লস্ স্কুলের পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদেরকে শুভেচ্ছা জানান।