বানিপুর দু’নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রাম সভার মিটিং হল পঞ্চায়েতের কক্ষপৃহে ।

0
310

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : বানিপুর দু’নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রাম সভার মিটিং হল পঞ্চায়েতের কক্ষপৃহে । সাঁকরাইল ব্লকের বানিপুর দু’নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী বছরের কি কি কাজ করা হবে এবং কোন কাজকে অগ্রাধিকার দেয়া হবে সেই নিরিখে গ্রামসভার মিটিং হল পঞ্চায়েতের কক্ষে। পঞ্চায়েতে প্রধানসহ উপ প্রধান এবং বিরোধীদলের নেতা থেকে শুরু করে পঞ্চায়েতে স্বাস্থ্য কর্মী ভিআরপি কর্মী এবং আশা কর্মী সহ বিভিন্ন কর্মীদের উপস্থিতিতে হল গ্রাম সভার মিটিং। এই গ্রাম সভার মিটিং উপস্থিত ছিলেন এলাকার সুধী নাগরিকগণ । এলাকার কোন কাজ বাকি আছে এবং কোন কাজ করলে পঞ্চায়েতের উন্নতি হবে বা পঞ্চায়েত কে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই সম্পর্কে মতামত পোষণ করলেন এলাকাবাসীরা। সেই মতামত লিপিবদ্ধ হলো এবং আগামী দিনে পঞ্চায়েতের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে এই মতামত কাজে লাগবে জানালেন পঞ্চায়েতের উপপ্রধান। রাস্তাঘাট জলের ব্যবস্থা কিংবা জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন কাজ যে সকল বাকি আছে সে সকল কাজগুলো ত্বরান্বিত করারই মূল উদ্দেশ্য হলো এই গ্রাম সবার মিটিং।