জলপাইগুড়়ি, নিজস্ব সংবাদদাতাঃ- চারতলা বাড়ির মালিকের নাম রয়েছে আবাস যোজনায়। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক। তাঁর অভিযোগ, সরকারি আবাস প্রকল্পের দুর্নীতিতে জড়িয়ে রয়েছে তৃণমূল নেতা কর্মীদের নাম।
বিভিন্ন দাবি নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরে জমায়েত করেন যুব কংগ্রেস নেতা কর্মীরা। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক। ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, অম্লান মুন্সি সহ বিভিন্ন নেতারা। কয়েকশো যুব কংগ্রেস কর্মীকে আটকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় জেলাশাসকের দপ্তরের সামনে। যদিও পুলিশের ব্যারিক্যাড ও গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন যুব কংগ্রেস কর্মীরা। সরকারি নিয়োগে স্বচ্ছতা, ১০০ দিনের কাজের মজুরি প্রদান, সরকারি আবাস প্রকল্পে স্বচ্ছতা সহ মোট ১১ দফা দাবি নিয়ে জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। রাজ্য যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে বলেন, পুলিশ নিজেদের স্বচ্ছতা ও নিরপেক্ষতা পালন করলে তৃণমূলের ঝান্ডা ধরার লোক খুঁজে পাওয়া যাবে না।