বড়দিনে ঘুরে আসুন কলকাতার সেন্ট জন্স চার্চ।

0
1648

সামনেই বড় দিন। অনন্দে মাতবে গোটা দেশ। এই দিনটির অপেক্ষায় থাকে আপামোর বাঙালি। বিভিন্ন চার্চ গুলি সেজে ওঠে দারুন ভাবে। তাই চাইলে আপনার এইদিন ঘুরে আসতে পরেন কলকাতার সেন্ট জন্স চার্চ।
সেন্ট জন্স চার্চ হল কলকাতার একটি গির্জা। এটি একটি ক্যাথিড্রাল হিসেবে প্রতিষ্ঠিত হয়। সেন্ট জন’স চার্চ কলকাতায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা প্রথম স্থাপিত ভবনগুলির একটি। এটি রাজভবনের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত। এই গির্জার নির্মাণকাজ শুরু হয়েছিল ১৭৮৪ সালে। পাবলিক লটারির মাধ্যমে নির্মাণব্যয় ৩০,০০০ টাকা তোলা হয়েছিল। কাজ শেষ হয় ১৭৮৭ সালে। সেন্ট জন’স চার্চ কলকাতার তৃতীয় সবচেয়ে পুরনো (আর্মেনিয়ান গির্জা ও ওল্ড মিশন চার্চের পরে) গির্জা। ১৮৪৭ সাল পর্যন্ত সেন্ট জন’স চার্চ ছিল কলকাতার অ্যাংলিকান ক্যাথিড্রাল। তারপর সেন্ট পল’স চার্চে কলকাতার ক্যাথিড্রাল স্থানান্তরিত হয়। সেন্ট জন’স চার্চটি লন্ডনের সেন্ট মার্টিন-ইন-দ্য-ফিল্ডস চার্চের আদলে নির্মিত। খ্রিস্টমাসের দিন বহু মানুষের সমাগম ঘটে এই চার্চে। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন বড় দিনের এই কয়েকটা ছুটির দিনগুলিতে।