ফের জমি নিয়ে বিবাদের জেরে উত্তপ্ত এলাকা।

0
192

নিজস্ব সংবাদদাতা, মালদা;১৭ডিসেম্বর:- ফের জমি নিয়ে বিবাদের জেরে উত্তপ্ত এলাকা। পাট্টা জমি নিয়ে বিবাদের জেরে বৃদ্ধ দম্পতিকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত দম্পতি দীর্ঘ দিনের তৃণমূল কর্মী। স্বামী আহত অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। থানায় লিখিত অভিযোগ দায়ের স্ত্রীর। অভিযুক্তদের বিরুদ্ধে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকিরও অভিযোগ। যদিও কংগ্রেসের দাবি অভিযুক্তরা বেশ কিছু বছর আগে তৃণমূলে যোগদান করেছে। পাল্টা তৃণমূলের দাবি অভিযুক্তরা এলাকার প্রভাবশালী কংগ্রেস কর্মী। আক্রান্তরাও জানিয়েছেন অভিযুক্তরা কংগ্রেস করে। সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রামশিমুল এলাকার বিরুয়া গ্রামের ঘটনা। ওই গ্রামেরই বাসিন্দা ফায়েদ আলী এবং তার স্ত্রী সাবেরা বিবি। বহু দিন ধরে তৃণমূল করেন। বাম আমলে তারা সরকারের কাছ থেকে ১৫ কাঠা পাট্টা জমি পায়। হত-দরিদ্র দিনমজুর পরিবার। ওই জমি নিয়েই দীর্ঘদিন ধরে তাদের বিবাদ চলছিল গোমেদ ইকবাল, মুক্তার ইকবাল এবং রহিমের সঙ্গে। যারা ওই এলাকায় কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ ওই জমি জোর করে দখলের জন্য তারা ফায়েদ অলীকে ক্রমাগত হুমকি দিচ্ছিল। এর আগেও ফায়েদ আলী কে তারা মারধর করে। খুন এবং বাড়িঘর পুড়িয়ে ফেলার হুমকি দেয়। প্রাণ ভয়ে দিনমজুর ফায়েদ আলী ভিন রাজ্যে চলে যায় কাজ করতে। গ্রামে ফিরে আসতেই ফের শুরু হয় ঝামেলা। অভিযোগ ওই বিবাদের জেরেই স্থানীয় দুলালের চায়ের দোকানের সামনে রাস্তায় তারা ফায়েদ আলীকে আক্রমণ করে। মারধোর করতে করতে পেটে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে। প্রাণ বাঁচাতে হাত দিয়ে ছুরির আঘাত আটকে দিলেও গুরুতর ভাবে জখম হয় ফায়েদ আলি। তার স্ত্রী সাবেরা বিবি তাকে বাঁচানোর চেষ্টা করতে গেলে তাকেও রড লাঠি দিয়ে মারধর করে শাড়ি ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় ওই দম্পতি কোনক্রমে নিজেদের বাঁচিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে যায়। সেখানে চিকিৎসকরা ফায়েদ আলীর অবস্থা দেখে তাকে হাসপাতালে ভর্তি নেন। তারপরেই তার স্ত্রী সাবেরা বিবি হরিশ্চন্দ্রপুর থানায় গোমেদ ইকবাল, মুক্তার ইকবাল, রহিম এবং জালাল উদ্দিনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।