সোমবার খড়গপুরের পুরপ্রধানের পদ থেকে সরে যেতে প্রদীপ সরকারকে নির্দেশ দেওয়া হল দলের শীর্ষনেতৃত্বের তরফে।

0
206

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার খড়গপুরের পুরপ্রধানের পদ থেকে সরে যেতে প্রদীপ সরকারকে নির্দেশ দেওয়া হল দলের শীর্ষনেতৃত্বের তরফে। তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি এই কথা জানিয়েছেন। তৃণমূলের ২০ কাউন্সিলর লিখিত ভাবে দলের শীর্ষ নেতৃত্বের কাছে অনাস্থা জানানোর পরেই এই সিদ্ধান্ত।
গত বুধবার সন্ধ্যায় খড়গপুর টাউন থানায় খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূলের ১৫ জন কাউন্সিলর। প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবারই তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা এবং বৃহস্পতিবার জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান কাউন্সিলররা। এরপর প্রদীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে জেলা এবং রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়েছেন ২০ জন তৃণমূল কাউন্সিলর। তারই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন প্রদীপ সরকার।
সোমবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রদীপ সরকারকে দলের বৃহত্তম কাজে ব্যবহার করব। তাই তাঁকে খড়গপুর পুরপ্রধানের পদ থেকে সরে আসতে বলা হয়েছে। সম্ভবত আজ (সোমবার) কিংবা আগামিকাল (মঙ্গলবার) ও পদত্যাগ করে দেবে। সেটা ওকে জানিয়ে দিয়েছি। বলেছি, দলের বৃহত্তম স্বার্থে দল তোমাকে ব্যবহার করা হবে।’’