বর্ধমানের জাতীয় সড়কের উপর গরু বোঝাই গাড়ি হাতেনাতে আটকালেন বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পল।

0
268

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-  পিক আপ ভ‍্যানে দড়িতে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো গরু ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে । বর্ধমানের বেচারহাট এর কাছে সেই গাড়িকেই আটকে দিলেন মঙ্গলবার বিজেপি বিধায়িকা তথা বিজেপির রাজ‍্য সম্পাদক অগ্নিমিত্রা পল । ঘটনাকে ঘিরে আলোড়ন এলাকায় । বৈধ নথি ছাড়াই এইভাবে গরু পাচার করা হচ্ছিলো বলে অভিযোগ । গাড়ির চালক ও কোনো নথি দেখাতে পারেননি । জাতীয় সড়ক থেকেই ফেসবুক লাইভ করে ঘটনার বিবরণ দিয়েছেন অগ্নিমিত্রা পল ।

জানা গেছে , পশ্চিম বর্ধমান থেকে কলকাতা যাচ্ছিলেন অগ্নিমিত্রা পল । সে সময় তার চোখে পড়ে এই দৃশ‍্য ।

দড়ি দিয়ে বেঁধে অমানবিকভাবে নিয়ে যাওয়া হচ্ছে গরু । এমনকি গরুর পায়ে ক্ষত পর্যন্ত হয়ে গেছে । পুরুলিয়ার হাট থেকে গরু গুলিকে নিয়ে যাওয়া হচ্ছিলো পূর্ব বর্ধমানের কুসুমগ্ৰাম এলাকায় । এই ঘটনা দেখেই জাতীয় সড়কে গরু বোঝাই গাড়িটিকে দাঁড় করিয়ে দেন তিনি ।

বর্ধমানের বিজেপি নেতৃত্বকে জানান । জানানো হয় বর্ধমান থানায় । “পেটের দায়ে ” এইভাবে গরু বহন করছেন বলে জানিয়েছেন গাড়ির চালক । খবর পেয়েই বর্ধমান থানার পুলিশ পৌঁছায় ।

৯ টি গরুকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ । গাড়িতে থাকা চারজনকে আটক করেছে পুলিশ । তবে পুরুলিয়া থেকে কাগজ না থাকা অবস্থায় বর্ধমান কিভাবে চলে এল গাড়ি তা নিয়ে প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পল ।