পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফির জন্মদিন। নজরুল গীতি থেকে আধুনিক বাংলা গান, উত্তম কুমার-সুচিত্রা সেন অভিনীত ইন্দ্রাণী ছবিতে “সভি কুছ লুটাকার” শীর্ষক হিন্দি গানও করেছেন তিনি। তার গান এক ছাপ ফেলে রেখেছেন ভারতীয় সংগীত জগতে। শুধু ভারতে নয় গোটা বিশ্বের মানুষ এই কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফির গানের প্রেমে আবদ্ধ। তাই প্রতিবছরের ন্যায় এ বছরও বর্ধমান শহরের ১৮ নম্বর ওয়ার্ডে এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন পালন করা হলো। প্রতিকৃতিতে মাল্যদান করেন বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান। ক্যামেরার মুখোমুখি হয়ে বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও আমাদের ১৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির জন্মদিন পালন করা হলো। শুধুমাত্র মোহাম্মদ রফি নয় কিশোর কুমার সহ আরো বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের জন্মদিন পালন করা হয় আমাদেরই ১৮ নাম্বার ওয়ার্ডে।তাই আজকে মোহাম্মদ রফির জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিকে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানালাম।
Home রাজ্য দক্ষিণ বাংলা কিংবদন্তি সঙ্গীত শিল্পী মহম্মদ রফির ৯৯ তম জন্মদিন পালন করলেন বর্ধমান পৌরসভার...